রুপকথা

রুপকথা মানে ছোটদের কথা, তাদের মনে থাকা স্বপ্নের উড়ানের কথা। সেই কথাই আমরা শুনতে চাই আপনাদের কাছে। চাঁদমামা ছোটবেলায় আমাদের মনকে স্বপ্নে ভরিয়ে দিত, সেই গল্প লিখুন পাঠান আমাদের দপ্তরে । আমাদের ইমেল ঠিকানা- golpoguccha2018@gmail.com


পরী 
-অভিজিৎ চক্রবর্ত্তী

এক বিশাল দেশ আর সেখানের এক ছোট্ট গ্রামের ছোট্ট ঘরে বাস করত এক ছোট্ট মেয়ে তার নাম পৃথা। তার বাবা মারা গেছিল কোন ছোট বেলায় , আর তারপর তার মায়ের সাথে সে গ্রামের শেষে এক পাহাড়ের পায়ের তলায় ছোট্ট কুঁড়ে ঘরে থাকত। সকালে উঠে মায়ের সাথে পাশের জঙ্গলে গিয়ে কাঠ নিয়ে আসত, তারপর সেই কাঠ কে টুকরো টুকরো করে কেটে বেঁধে মাকে দিয়ে দিত, মা নিয়ে চলে যেত অনেক দুরের বাজারে। সে তখন ঘরের কাজ করত, রান্না করত, আর গাছের যত পাখি ছিল তাদের সাথে কথা বলত। পাহাড়ের পাদদেশের অনেক গুলো গাছের মধ্যে একটা সবচেয়ে বড় গাছ ছিল আর তাই তে বাস করত ব্যাঙ্গমা আর ব্যাঙ্গমী । এই দুই পাখি পৃথাকে খুব ভালবাসত। 

পৃথা সারাদিন কাজ করতে করতে তাদের কে গান শোনাত। খেতে বসার সময় আলাদা পাত্রে খাবার রেখে দিতে যা তে তারা খেয়ে যেতে পারে। সারা রাজ্যের খবরা খবর ব্যাঙ্গমা আর ব্যাঙ্গমী তাকে দিত । পৃথার মনের একটাই কষ্ট ছিল যে সে লেখাপড়া শিখতে পারেনি। কারন পাহাড়ের নিচের সেই গ্রামে কোন বিদ্যালয় ছিল না। তাই সে ব্যাঙ্গমা ব্যাঙ্গমী কে জিজ্ঞেস করত তারা দূর দূর দেশে কেমন বিদ্যালয় দেখেছে। তারাও সেই বিদ্যালয় বা পাঠশালার আজব আশ্চর্য গল্প শোনাত। যত সে শুনত তত তার মনের ইচ্ছা বেড়ে যেত। 

Popular posts from this blog