আমার কথা

আমার কথা লিখতে পারার জন্য বুকের পাটা চাই- এমন কথা অনেকেই বলে। আসলে নিজের কথা ,সত্যি কথা সত্যি করে বলা বর কঠিন, কারন সমাজ সংসার আছে আর তারা ঘাপটি মেরে বসে আছে কখন আমাদের গোপনীয়তা গুলোকে টেনে টেনে বার করুক। তবু আমার কথার সুরে বাঁধা পরুক না আগামীর মন । সেই সুযোগ করে দিচ্ছি আমরা। আপনারা নিজেদের কথা লিখুন আর আমরা প্রকাশ করব এখানে। দ্রুত আমাদের অর্থাৎ "গল্পগুচ্ছ" এর ইমেল ঠিকানায় লেখা পাঠান।

বিনীত 
সম্পাদক

Popular posts from this blog